Welcome to Salma Kitchen
খাদ্য পরিকবশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সালাদ। সালাদ ছাড়া কোনো আনুষ্ঠানিক খাদ্য পরিবেশন এর কথা কল্পনাই করা যায় না।
সালাদ রেসিপি || Salad Recipe
যা অল্প সময়ের মধ্যেই তৈরী করা সম্ভব। এই ভিডিওতে খুব সহজ ভাবে তুলে ধরা হয়েছে সালাদ রেসিপি তৈরীর কৌশল।
এই রেসিপি তেরীর জণ্য যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার বিবরণ নিচে তুলে ধরা হলো :
1. লেটুস পাতা
2. গাজর
3. টমেটো
4. মুলা
5. পিয়াজ
6. মরিচ
7. গোল মরিচের গুড়া
8. চিলি সস্
9. লবন - পরিমান মতো
উক্ত উপাদান গুলি সংগ্রহ করার পরে। ভিডিও টির প্রতিটা ধাপ অনুসরণ করে অল্প সময়ে (সালাদ রেসিপি || Special Salad ) দিয়ে অতিথিদের আপ্যায়ণ, বিয়ের বাড়িতে, বা যে কোনো অনুষ্ঠানে বিশেষ খাবার পরিবেশণ এর জন্য অত্যান্ত সহজ ও কার্যকর।
আমি আশা করি,
মজাদার এবং সালাদ রেসিপি তৈরির এই সহজ কৌশল আপনাদের ভালো লেগেছে।
আমার এই প্রচেষ্টা আপনার কাছে ভালো লাগলে,
Like, Comment, Share এবং Subscribe এর মাধ্যমে সাথে থাকুন এবং সবার প্রথমে আমার পরবর্তি ভিডিওটি পেতে Subscribe এর পাশে Bell I-con টি একটিভ করুণ।
এই প্রত্যাশায় Salma Kitchen এর পক্ষ থেকে আবারো সবাইকে ধন্যবাদ।
This Video Editing By Orkid
Facebook Page : https://facebook.com/Orkid.BD
Website : https://orkid.com.bd
This Video Music Copy right By -
Lost Sky - Dreams [NCS Release]
https://www.youtube.com/watch?v=SHFTH...
source